Sunday, December 8, 2019

ইহুদীদের নতুন চক্রান্ত মুভি সিরিজ ‘মাসিহ’, নবীর নামে দাজ্জাল কে ‘উপস্থাপন’!


আন্তর্জাতিক ডেস্ক।। নেটফ্লিক্সের আপকামিং আমেরিকান থ্রিলার ওয়েব সিরিজ মাসিহ’-এর ট্রেইলার গত মঙ্গলবারে প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায়। ট্রেইলার দেখেই বিশ্বব্যাপী সচেতন মুসলমানরা সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। শুধু সমালোচনা নয়, নেটফ্লিক্স আনসাবসক্রাইব করারও আহ্বান করেছেন অনেকে। কী রয়েছে মাসিহে’?

ওয়েব/মুভি সিরিজটির বিষয়বস্তুঃ

ওয়েব সিরিজের গল্পটি আবর্তিত হয়েছে একজন খৃস্টান ব্যক্তিকে ঘিরে; যে বিভিন্ন অলৌকিক কাণ্ড করে দেখায়। কিন্তু ব্যক্তিটির আচার-আচরণ, মনোভাব-কর্মকাণ্ড দেখে মনে হয় দাজ্জাল। ইসলামি ধর্মানুসারে, খৃস্টানদের থিওলজির আলোকে দাজ্জালের অনেক লক্ষণ তার মধ্যে স্পষ্ট। অথচ সিরিজটিতে ভণ্ড, প্রতারক এই ব্যক্তিটিকে মাসিহ বলে উপস্থাপন করা হয়েছে। মাসিহ বলা হয় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে, যিনি শেষ নবী রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হয়ে আবার পৃথিবীতে আসবেন এবং বাইয়াত গ্রহন করবেন হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম উনার সময়।

উইকিপিডিয়ার তথ্যমতে, ‘মূলত, মাসিহ পৃথিবীতে আসার পর কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তা নিয়েই সিরিজটি।

কী দেখানো হয়েছে ট্রেইলারে?

প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেলজিয়ামের অভিনেতা মেহদি দেহবি। ট্রেইলারে কোথাও তার নাম উচ্চারণ করা না হলেও নেটফ্লিক্সের ওয়েবসাইটে তার নাম দেয়া হয়েছে আল-মাসিহ। মধ্যপ্রাচ্যের সিরিয়ায় তার আবির্ভাব। ধর্মীয় আন্দোলনের ডাক দেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক কাণ্ড দেখানোর ফলে মানুষ তার ভক্ত হয়ে যায়। কিন্তু সরকার এটাকে নৈরাজ্য হিসেবে দেখে। সিআইএ অফিসার তাকে ইনভেস্টিগেশনের জন্য গ্রেফতার করে।

সিআইএ অফিসার জিজ্ঞেস করে কোত্থেকে এসেছেন, কেন এসেছে্ন? তিনি বলেন, ‘আমাকে আমার পিতা পাঠিয়েছেন লোকদের সাহায্য করার জন্য। বিশেষ এক বার্তা তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য।

নেটফ্লিক্স ট্রেইলারে তার পরিচয় না দিলেও একটি প্রশ্ন রেখে দিয়েছে সবার সামনেআপনার ধারণা সে কে হতে পারে?

সমালোচনার ঝড়

ইতোমধ্যেই সমালোচনায় ফেটে পড়ছেন বিশ্বব্যাপী মুসলিমরা। তারা বলছেন নবির নামের আড়ালে আসলে দাজ্জালকেই সহনীয়রূপে তুলে ধরা হয়েছে। এটা করা হয়েছে মানুষের ব্রেইনওয়াশ করানোর জন্য।

টুইটারে সুলতান লিখেছেন, ‘আমি দাজ্জালের আভাস পাচ্ছি।আরেক টুইটে তিনি লিখেন, ‘তার চোখও সামনে দুর্ঘটনাক্রমে নষ্ট হয়ে যাবে।

আরেকজন লিখেছেন, ‘এই সিরিজের মাধ্যমে দাজ্জালকে সহনীয় করতে চাওয়া হয়েছে। যেন দাজ্জাল এলে মনে হয়, একে তো আগে দেখেছিই।

হায়াত খান লিখেছেন, ‘দাজ্জাল ট্রেন্ড তৈরি করছে নেটফ্লিক্স। এটা দিয়ে আপনার ঈমান বাড়ানোর চিন্তা করবেন না। বরং নামাজ ও দোয়ার মাধ্যমে দাজ্জাল থেকে পানাহ চান।

সমালোচনা করার কারণে সমালোচকের টুইটার ব্লক করে দিচ্ছে নেটফ্লিক্স।

সিরিজটির প্রথম সিজনে থাকবে ১০ পর্ব। ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে সিরিজটি দেখানো শুরু হবে।


শেয়ার করুন

0 facebook: