![]() |
হাসান বিন মুমিন।। শুরুটা ছিল ‘ম্যাড়মেড়ে’। মঞ্চের
সামনে ছিল না প্রত্যাশিত দর্শকও। এবার বিপিএলের ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী
অনুষ্ঠান হবে বলে মাতামাতি কম হয়নি। কিন্তু শুরুটা তেমন হয়নি।
রোববার
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করে
একটু পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০১৯-এর
শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
এরপরই
আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে মিরপুরের রাতের আকাশ। আতশবাজির ঝলকেও যেন প্রাণ ফিরে পায়নি
উদ্বোধনী অনুষ্ঠান। কনসার্টকে আকর্ষণীয় করে তুলতে আনা হয়েছিলো বলিউডের দুই তারকা সালমান
খান ও ক্যাটরিনা কাইফকে। তাদের পারফর্মেন্সেও পূর্ণতা পায়নি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান।
চরম আযান
বিদ্বেষী ভারতের সঙ্গীতশিল্পী সনু নিগম নিজের গানের পাশাপাশি দুটি বাংলা গান গেয়েও
অনুষ্ঠানে সৃষ্টি করতে পারেনি কোন ভিন্ন মাত্রা।
বাংলাদেশের
মানুষের মন যোগাতে সনু
‘ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ ও ‘শোনো
একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের...’ গান দুটিও গাইলো কিন্তু ছিলনা তেমন উত্তেজনা।
বঙ্গবন্ধুর
জন্মশতবার্ষিকী সামনে রেখে এবার বিশেষ বিপিএল আয়োজন করছে বিসিবি। জন্মশতবার্ষিকীর সরকারি
আয়োজন শুরু হল বিপিএলের উদ্বোধন দিয়েই।
উদ্বোধনী
কনসার্টের জন্য বিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল মাঠের পূর্বপ্রান্তে। পাশেই শিল্পীদের জন্য
কয়েকটি সাজসজ্জার রুম। মঞ্চের সামনে কয়েক ধাপে দর্শকের বসার ব্যবস্থা। সাজানো হয়েছিল
মাঠও। গ্যালারির নানা জায়গায় বসানো ছিল অস্থায়ী বড় পর্দাও।
কিন্তু
দর্শক চাহিদার প্রতিফলন ছিল না অনুষ্ঠানে।
এমনিতেই
বেশি টিকিট ছাড়তে না পারায় হতাশ ছিলেন বিসিবি সভাপতি। কিন্তু সেই টিকিটগুলোও যখন বিক্রি
হয় না, তখন
তো হতাশা বাড়ারই কথা। সব গ্যালারিই ফাঁকা পড়ে রইল। সালমান খান-ক্যাটরিনা কাইফকে দেখতেও
প্রত্যাশিত দর্শক পাওয়া গেল না।
অনুষ্ঠানের
সফলতা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও বিসিবি এটাকেই এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে বড় অনুষ্ঠান
মনে করছে।
তবে সোশ্যাল
মিডিয়ায় যে বিষয়টা মাতামাতি হচ্ছে তা হলো, বিসিবি বিরাট ভুল করেছে সনু নিগমের মতো একজন
চরম ইসলাম বিদ্বেষী, আযান বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদিকে বিপিএলের আয়োজনে নিয়ে এসে,
তারা বুঝুক বা না বুঝুক, বিপিএলের আয়োজন মাটি করেছে আযান বিদ্বেষী সনু নিগম এসে। এদেশের মুসলিম সম্প্রদায় ক্রিকেট বা খেলাধুলাকে ভালোবাসে তবে তা নিজের ধর্মের চেয়ে বেশী নয়।
খবর বিভাগঃ
জাতীয়
বিনোদন
হিন্দু সমাচার
0 facebook: