![]() |
স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে
কটুক্তিকারী ইসকনপন্থী হিন্দু যুবকের গ্রেফতার করাসহ ফাঁসির দাবি জানিয়ে মিছিল করেছেন
এলাকাবাসী।
এরই পরিপ্রেক্ষিতে
গতকাল(৯/১২/১৯) সকালে চিলমারী থানার ওসির নেতৃতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে
প্রেরণ করার পরে সে নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে
জানা
যায়, গত
বৃহস্পতিবার “উজ্জ্বল
কুমার রয়” নামক
ফেসবুক আইডি থেকে শেষ নবী হয়রত রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটাক্ষ
এবং উনার সহধর্মিণী সমস্থ উম্মতের মাতা উম্মুল মু’মিনিন আলাইহিন্নাস সালামদের নিয়ে ব্যঙ্গ
কার্টুন বানিয়ে তিরস্কার করে লিখা ও একটি ছবি পোষ্ট করে।
পোস্টটি
প্রকাশ পেলে মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুটিমারী এলাকার পল্লী চিকিৎসক উদয় কুমার
রায় এর ছেলে উজ্জল কুমার রায় এমন পোস্ট করেন বলে দাবী করেন সকলে। পরে খবরটি উজ্জল কুমার
জানতে পারলে তাৎক্ষনিকভাবে সে তার পরিবারের লোকজনসহ বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দেয়।
এদিকে
পোস্টটিকে কেন্দ্র করে এলাকাবাসী একাধিক বার বিক্ষোভ সমাবেশ করে এবং তাকে গ্রেফতারসহ
ফাঁসির দাবি জানান। এমন খবর পেয়ে গত বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায় এবং
দ্রুত উক্ত যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকবাসী শান্ত হন।
বিষয়টি
নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত
হানায় এং একজন মহা ব্যাক্তিত্ব মুবারক উনার শানে উনার সম্পর্কে কুরুচিপুর্ন মন্তব্য
করায় মসজিদে, হাটে, ঘাটে, পড়া-মহল্লায়
বিষয়টি নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আমিনুল ইসলাম জানান, গতকাল
সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে সে নিজের দোষ স্বীকার
করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে।
খবর বিভাগঃ
ধর্ম
ধর্মীয় বিদ্বেষ
রংপুর বিভাগ
হিন্দু সমাচার
0 facebook: