Monday, December 16, 2019

দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, জামিয়া মিল্লিয়া’র ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে মুসলিম-বিরোধী নাগরিকত্ব আইন পাশের জেরে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ করেছে জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীরা। বিক্ষোভ দমাতে স্থানীয় পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে জনতাও যোগ দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে অগ্নি সংযোগ করে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে দিল্লির দক্ষিণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার এক শিক্ষার্থী জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ তাদের উপর চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে অন্তত তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সংঘর্ষের কারণে দিল্লির দক্ষিণের নিউ ফ্রেন্ডস কলোনিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। এদিকে বিক্ষোভকারীরা দিল্লি-মাথুরা সড়ক বন্ধ করে দিয়েছেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ধারণা করেছিলো সর্বোচ্চ দুই শতাধিক বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন। কিন্তু শিক্ষার্থী-জনতা মিলে তা হাজারের বেশি।

এদিকে ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খণ্ড সফরে এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে, ভারতীয় সংসদে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন ১০০০ শতাংশ সঠিক। সে বলেছে, মোদী ও ভারতীয় সংসদ এ আইনের মাধ্যমে দেশ বাঁচিয়ে দিলো।

সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ায় গত কয়েকদিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলে আসছে। এসব বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হওয়ার খবরও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা।

সম্প্রতি ভারতীয় সংসদে পাস হয়েছে মুসলিম-বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন। নতুন পাস হওয়া আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে বৈষম্যমূলকঅসাংবিধানিকআখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।


শেয়ার করুন

0 facebook: