Sunday, December 22, 2019

এরদোগানের সুরে, জাতিসংঘ মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করছে নাঃ মাহাথির, সহমত তামিমেরও


আন্তর্জাতিক ডেস্ক।। বিশ্বের মুসলমানদের জীবনযাত্রার মান-উন্নয়নে সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ৫৬ টি মুসলিম দেশের ৪৫০ জন প্রতিনিধিদের অংশগ্রহনের মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কেএল সামিট সম্মেলন ২০১৯ শেষ হলো।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা আলোচনা করে সমাধান পেতে পারি। যদি কমপক্ষে ইসলামি বিশ্বকে জাগ্রত করার জন্য এই বিপর্যয়গুলোর অবসান না-ও করা হয়, অন্তত উম্মাহর সমস্যা এবং তার কারণগুলো স্বীকৃতি দেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের কথা নকল করে মাহাথির বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল (ইউএনএসসি) পুরোনো এবং মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করছে না। তিনি বলেন, বর্তমান ব্যবস্থা কেবলমাত্র ভেটো শক্তিধারী পাঁচটি দেশ-চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত স্থায়ী সদস্যদের পক্ষে রয়েছে।

মাহাথিরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি তার বক্তব্যে বলেন, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

চার দিনব্যাপী কুয়ালালামপুর সামিটে মুসলিম দেশগুলোকে রাজনীতি, অর্থনীতি, সুশাসন, উদ্যোক্তা, চতুর্থ শিল্পবিপ্লব এবং শিক্ষার আওতায় আনতে সহায়তা করার জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

সম্মেলনে মুসলিম দেশগুলোকে রাজনীতি, অর্থনীতি, সুশাসন, উদ্যোক্তা, চতুর্থ শিল্প বিপ্লব এবং শিক্ষার আওতায় আনতে সহায়তা করার জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনার কথা জানান সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশী আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর সহকারী মহাসচিব, ইউকে জমিয়তের সভাপতি ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস্-এর সদস্য প্রিন্সিপাল শোয়াইব আহমদ।

তিনি আরো জানান, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টা পর্যন্ত সম্মেলন চলে। উম্মাহর সংকট নিরসন, সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠার উপায় এবং সম্ভাবনার পথ নির্ধারনে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করেন মাওলানা শোয়াইব আহমেদ।


শেয়ার করুন

0 facebook: