Sunday, December 29, 2019

পুলিশের ডলায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা ভয় পেয়েছেঃ যোগী আদিত্যনাথ


আন্তর্জাতিক ডেস্ক।। মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশি অভিযানে সব বিক্ষোভকারী ভয় পেয়েছে বলে মন্তব্য করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যোগী আদিত্যনাথ।

সে বলেছে, সব দাঙ্গাকারী ভয় পেয়েছে। যোগী আদিত্যনাথ সরকারের কঠোরতায় সবাই চুপ করে গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) তার কার্যালয় থেকে দেওয়া এক টুইট বার্তায় এ মন্তব্য করা হয়।

নাগরিকত্ব আইন সংশোধনের পর ভারত জুড়ে শুরু হওয়া বিক্ষোভে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ভাঙচুর হয় বেশ কিছু সরকারি সম্পত্তি। সহিংসতার ঘটনায় বদলানেওয়ার ঘোষণা দেয় উত্তর প্রদেশে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বদলা হিসেবে মুসলিমদের সম্পদ জব্দ করে তা অন্যত্র বিক্রির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। যোগী আদিত্যনাথ সরকারের ওই ঘোষণার পর শুক্রবার প্রশাসনের হাতে ৬ লাখ ২৭ হাজার ৫০৭ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেয় স্থানীয় মুসলমানেরা।

তবে বিরোধিদের অভিযোগ বিক্ষোভকারীদের ওপর নৃশংস বলপ্রয়োগ করেছে উত্তর প্রদেশ সরকার। এদের মতে, মানুষের বিক্ষোভের অধিকার রয়েছে। দেশের অন্য অংশের বিক্ষোভকারীরা শান্ত থাকলেও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিয়েছেন।


শেয়ার করুন

0 facebook: