![]() |
স্টাফ
রিপোর্ট।। আজ রবিবার সকাল থেকে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে অভিনয় ছাড়ছে চিত্রনায়িকা
পূর্ণিমা। কিন্তু সত্যি কি সে অভিনয় ছাড়ছে? এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হয় পূর্ণিমার
সঙ্গে। এ ব্যাপারে সে বলে,
‘অ'ভিনয়
কেনো ছাড়ব! অভিনয় ছাড়ার মতো কি কিছু হয়েছে? এমন খবর কারা ছড়াচ্ছে, কেনো
ছড়াচ্ছে তার কিছুই জানিনা।’
এ সময়
পূর্ণিমা বলে, ‘অভিনয়
ছাড়ার প্রশ্নই ওঠেনা। কারও সঙ্গে এ বিষয়ে কোন কথাও হয়নি।’ তবে পবিত্র
ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছে বলে জানায় অভিনেত্রী পূর্ণিমা। সে মনে করে, ওমরাহ
পালন করতে যাওয়ার বিষয়টি সামনে এনেই কেউ তার অভিনয় ছাড়ার গুজব ছড়াচ্ছেন।
পূর্ণিমা
বলেছে, ‘হজ
করলেই অভিনয় ছাড়তে হবে- এমন তো কোন নিয়ম নেই ইসলামে। তাহলে রাজ্জাক আঙ্কেল, ইলিয়াস
কাঞ্চন আঙ্কেলও অভিনয় ছেড়ে দিতেন।’
এদিকে
প্রথমবার ওমরাহ করতে যাচ্ছে পূর্ণিমা। এ প্রসঙ্গে সে বলেছে, ‘প্রথমবার
হজ্জে যাচ্ছি। সময়ের অভাবে হজ্জ করতে যাওয়া হয়নি আগে। এবার সময় বের করেছি। ওমরাহ পালনের
জন্য ৮-৯ দিন মক্কা শরীফ ও মদিনা শরীফে থাকবো।’
তাছাড়া
নতুন বছরে ওমরাহ হজ্জ শেষ করে এসে নতুন করে আবার অভিনয়ে মনোযোগ দেব বলে জানায় পূর্ণিমা।
তার অভিনয় ছাড়ার সম্পর্কে গুজব না ছড়ানোর জন্যও সবার প্রতি আহ্বান জানায় সে। বর্তমানে
দুটি ছবির
শুটিং নিয়েও নাকি ব্যস্ত নায়িকা পূর্ণিমা।
0 facebook: