![]() |
যেসব
উইঘুর মুসলিম শরণার্থী শিশুর পিতামাতা চীনে রয়ে গেছে তারা যেন উইঘুর বা যাদেরকে চীনে
ফিরে যেতে হয়েছে তাদের সন্তানেরা যেন হাজার বছরের উইঘুর সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন না
হয়ে পড়ে সেজন্য এ উদ্যোগ নিয়েছে তুরস্ক সরকার।
আন্তর্জাতিক
সংবাদমাধ্যম এএফপির একটি ভিডিও প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এএফপির
প্রতিবেদনটিতে দেখা যায় উইঘুর সংস্কৃতির সাথে পরিচিত তুর্কি শিক্ষকরা উইঘুর শরণার্থী
শিশুদেরকে তাদের ইতিহাস-ঐতিহ্য ও হাজার বছরের সংস্কৃতির ব্যাপারে ধারণা দিচ্ছে।
চীন সরকারের দমন-পীড়নে অতিষ্ট কয়েকলাখ উইঘুর মুসলিমকে শরনার্থী
হিসেবে আশ্রয় দিয়েছে তুরস্ক।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
চীন
তুরষ্ক
0 facebook: