Wednesday, January 8, 2020

জামাতি বক্তা মিজান আজহারী, সালাফি আমির হামজা ও আহমদ শফীর সমালোচনাঃ বক্তা গ্রেফতার


স্টাফ রিপোর্টার।। হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফী, আহলে হাদিসের বক্তা আমির হামজা, জামাতি বক্তা মিজানুর রহমান আজহারী ও অন্যান্য দেওবন্দি কওমী মুরুব্বীদের আক্বিদাহ নিয়ে মাহফিলে জোরালো বক্তব্যদেওয়ায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামের এক বক্তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এলকার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানার পুলিশ।

মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মালানা আব্দুল মুবিন।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন সুন্নীপন্থী মাওলানা মাহবুবুল হক আল কাদেরী।

তার উপর অর্পিত অভিযোগের সূত্রে জানা গেছে, তিনি ওই মাহফিলে হেফাজত ইসলামের আমির দেওবন্দী শাহ আহমদ শফী, আহলে হাদিস মতাদর্শী মাওলানা আমির হামজা, জামাত পন্থী মিজানুর রহমান আজহারীর আক্বিদাহগত বিভিন্ন ত্রুটির বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন যাকে তাদের অনুসারীরা আক্রমণাত্মক বক্তব্য বলে আখ্যায়িত করে। পরে ওই মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ এনে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেফতার করা হয়।


শেয়ার করুন

0 facebook: