Tuesday, January 14, 2020

গরুকে স্পর্শ করলেই মনের কুবাসনা কমে যাবেঃ মহারাষ্ট্রের উগ্রহিন্দুত্ববাদী মহিলা মন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক।। মনের নেতিবাচক জিনিসগুলো দূরে সরাতে চান?‌ তাহলে গরুকে ছুঁয়ে দেখতে পারেন। তাহলেই মনের সমস্ত নেতিবাচক জিনিসগুলো দূরে সরে যাবে। উগ্রহিন্দুত্ববাদী ভারতের মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যান দপ্তরের মন্ত্রী যশোমতী ঠাকুর শনিবার অমরাবতীতে একটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেছে।

অনুষ্ঠানে সে বলেছে, '‌আমাদের সংস্কৃতিতে একথা বলা রয়েছে যে, আপনি যদি কোনও গরুকে স্পর্শ করেন, তাহলে আপনার মনের ভিতর থাকা সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে।'

এমন মন্তব্য করে ইতিমধ্যে খবরের শিরোনাম হয়েছে ভারতীয় এই নারী। এছাড়া সম্প্রতি মহারাষ্ট্রের ভাসিমে জেলা পরিষদের ভোটের সময় প্রচারে এসেছিল কংগ্রেসের এই নেত্রী। সেখানেও সে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়ে।

সেসময় সে বলেছে, আমরা সবেমাত্র ক্ষমতায় এসেছি। শপথ নিয়েছি। তাই এখনও পয়সা কামাতে পারিনি। সে আরও বলেছিল, ভোটাররা বিরোধীদের কাছ থেকে টাকা নিতেই পারেন। কিন্তু ভোটটা তাঁদের কংগ্রেসকেই দেওয়া উচিত।‌

এর আগেও গরু নিয়ে ভারতের বিভিন্ন মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছে যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।


শেয়ার করুন

0 facebook: