Friday, January 31, 2020

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস মাহমুদস্টাফ রিপোর্ট।। দীর্ঘদিনের সফর সমাপ্তি ঘটিয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থায়ী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন আনিস মাহমুদ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ- অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত হওয়া যায়।
জনাব আনিস মাহমুদ এর আগে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) ছিলেন। অবিলম্বে আদেশ কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. . হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হলেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা শামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে কর্মরত ছিলো চাকরির মেয়াদ শেষে দুই দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।
শেষ দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে ধর্ম মন্ত্রণালয় অফিস আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মু. . হামিদ জমাদ্দারকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছিল।
তার দায়িত্ব পালনের এক মাসের মাথায় বৃহস্পিতিবার (৩০ জানুয়ারি) এই প্রজ্ঞাপনের মাধ্যমে মুহাম্মাদ আব্দুল হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হিসেবে জনাব আনিস মাহমুদকে স্থায়ীভাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হলো।


শেয়ার করুন

0 facebook: