আন্তর্জাতীক ডেস্ক।। ফিলিস্তিনে
উগ্রিহুদীবাদী ইসরাঈলি আগ্রাসন নিয়ে আলোচনার জন্য আগামীকাল
সোমবার সৌদি আরবে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর কার্যনির্বাহী
কমিটির বৈঠকে অংশগ্রহণ করবে সুলতান এরদোগানের তুরস্ক।
রবিবার (২ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া
এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের রাষ্ট্রীয় অনুরোধে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি)
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসির কার্যনির্বাহী কমিটির বৈঠকে তুরস্কের পক্ষ
থেকে পররাষ্ট্র মন্ত্রী ম্যাভলাট কেভুসোগলু অংশগ্রহণ করবেন।
বৈঠকের ফাঁকে কেভোসোগলু ওআইসির সদস্য রাষ্ট্রসমূহ থেকে আগত
প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।
এ বিষয়ে ওআইসির পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, আগামীকাল সোমবার
জেদ্দায় সাধারণ সচিবালয়ের সদর দফতরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক্সিকিউটিভ
কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে
ক্রুসেডার মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দীর চুক্তি সম্পর্কে ওআইসির অবস্থান
নিয়ে আলোচনা করা হবে।
প্রসঙ্গত,
গত
মঙ্গলবার ক্রুসেডার ডোনাল্ড
ট্রাম্প হোয়াইট হাউসে উগ্রইহুদীবাদী
সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাঈলি
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্যের তথাকথিত শান্তি পরিকল্পনা ঘোষণা করে। ক্রুসেডার ট্রাম্পের এ পরিকল্পনায় মুসলমানদের
ঐতিহাসিক জেরুজালেম শহরকে উগ্রইহুদীবাদী
সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাঈলি
ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।
সূত্র –
আনাদোলু
এজেন্সী
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: