Monday, February 10, 2020

কথিত বাংলাদেশী মুসলমানদের তাড়ানোর দাবিতে মুম্বাইয়ে উগ্রহিন্দুত্ববাদীদের সমাবেশ


আন্তর্জাতীক ডেস্ক।। কথিত বাংলাদেশী মুসলমানদের তাড়ানোর দাবিতে উগ্রহিন্দুত্ববাদী ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইতে লক্ষাধিক উগ্রহিন্দুত্ববাদীদের মিছিল ও হিন্দুসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজ্যটির প্রভাবশালী উগ্রহিন্দুত্ববাদী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনাদেশ থেকে তাদের মনগড়া কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে ও নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে এই সভার ডাক দিয়েছিল বলে বিবিসি জানিয়েছে।

জনসভায় উগ্রহিন্দুত্ববাদী দলনেতা রাজ ঠাকরে ঘোষণা করে, ‘উগ্রহিন্দুত্ববাদী ভারত কোনও ধর্মশালা নয়, এখান থেকে বাংলাদেশী ও পাকিস্তানিদের তাড়িয়েই ছাড়া হবে।

বিবিসির খবরে বলা হয়, মুম্বাইয়ের গোরেগাঁওতে হিন্দু জিমখানা গ্রাউন্ড থেকে শহরের দক্ষিণ প্রান্তে আজাদ ময়দান পর্যন্ত উগ্রহিন্দুত্ববাদী রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এদিন যে বিশাল পদযাত্রার আয়োজন করেছিল, ওই শহরে এত বড় মাপের উগ্রহিন্দুত্ববাদীদের জমায়েত অনেকদিন হয়নি।

বিবিসি মারাঠির সংবাদদাতা ময়ূরেশ বলছিল, ‘দলের গেরুয়া পতাকা নিয়ে উগ্রহিন্দুত্ববাদী হাজার হাজার কর্মী-সমর্থক এদিন যেন মুম্বাইকে গেরুয়াতে রাঙিয়ে তুলেছিল। অচল হয়ে গিয়েছিল মেরিন ড্রাইভ।

আর এই হিন্দুত্ববাদীদের জনসভার প্রধান দাবিই ছিল উগ্রহিন্দুত্ববাদী ভারতে তাদের মনগড়া যুক্তি অনুযায়ী অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি ও পাকিস্তানিদের এদেশ থেকে তাড়াতে হবে।

উগ্রহিন্দুত্ববাদী দল শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে শিবসেনা থেকে বেরিয়ে এসে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনাগড়েছিল প্রায় চোদ্দ বছর আগে।

কথিত বাংলাদেশীদের তাড়ানোর ইস্যু এক সময় দিল্লিতে উগ্রহিন্দুত্ববাদী বিজেপির বড় রাজনৈতিক হাতিয়ার ছিল।

যদিও দিল্লির সাম্প্রতিক নির্বাচনে অবশ্য সেটা তেমন কোনও ইস্যু হয়নি।
কিন্তু ইদানীং দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে বা পশ্চিম ভারতের মুম্বাইতে সেটাকে বড় ইস্যু করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীরা


শেয়ার করুন

0 facebook: