![]() |
আন্তর্জাতীক ডেস্ক।। মহামারী
আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেল স্পেন।
ইউরোপের এ দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। চীনে
এ পর্যন্ত ৩২৮৭ জন মারা গেছেন।
স্পেনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একদিনে ৭৩৮ জনের মৃত্যু
হয়েছে। ইউরোপের
দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইতালিতে
মৃতের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৮০০ জনে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে আক্রান্তের
সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্পেনের কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেশটির রাজধানীতে করোনাভাইরাসে
আক্রান্তদের স্বাস্থ্যসেবা
নিশ্চিত করতে অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মাদ্রিদের একটি হাসপাতালের
ভিডিওতে দেখা
যায়, হাসপাতালে
জায়গা না পেয়ে শত শত মানুষ বারান্দায়, ব্যালকনিতে
কিংবা
হাসপাতাল কক্ষের সামনে শুয়ে আছে। তাদের মধ্যে অনেকেই হাঁচি-কাশি দিচ্ছে, অনেকেই অক্সিজেন নিচ্ছে।
এ ছাড়া আরও শত শত মানুষকে হাসপাতালের ওয়েটিংরুমে অপেক্ষা করতে
দেখা যায়, যারা
চিকিৎসা নেয়ার জন্য মাদ্রিদের ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডগুলোর
ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে।
সূত্র: ইনডেপেনডেন্ট
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: