Monday, April 13, 2020

করোনা গজবে আতংকিত দেশ, এরিই মধ্যে আহমদ শফী হাসপাতালে


স্টাফ রিপোর্ট।। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সে। হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।

সে জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছে সে


শেয়ার করুন

0 facebook: